রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সাত মামলার পর নতুন করে আবারো রূপগঞ্জ উপজেলার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে ৪২ জনকে নামীয় ও অজ্ঞাত ১২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, ভাওয়ালীয়াপাড়া এলাকার আবু বক্করের ছেলে সাইফুল ইসলাম ও উপজেলার চনপাড়া এলাকার বাদশা মাঝির ছেলে কুতুবউদ্দিন।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, গত সোমবার বিকেলে উপজেলার বড়ালু পাড়াগাওঁ এলাকায় কিছু লোক নাশকতার পরিকল্পনা করছে বলে পুলিশের কাছে খবর ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়। বুধবার সকালে সাইফুল ইসলাম, কুতুব উদ্দিন, মোজাম্মেল, শাহআলম পাপ্পু, আজগর আলী, জাকির হোসেন, আজিম, খায়রুলসহ ৪২ জনকে নামীয় ও অজ্ঞাত ১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ, গত ২ মাসে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৭ টি নাশকতার মামলা দায়ের করা হয়।

add-content

আরও খবর

পঠিত