নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষরা। এসময় নারীসহ তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে। ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জয়নাল আবেদীন ভুইয়া জানান, একই এলাকার আব্বাস আলী, মোক্তার হোসেনদের সঙ্গে তার পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ঐ বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় আব্বাস আলী, মোক্তার হোসেন, রনি মিয়া, শাহেদ শুভন ও আব্দুল কাদিরসহ তাদের লোকজন জয়নাল আবেদীনের বাড়িঘরে হামলা চালায়ি ভাংচুর করে। জয়নাল আবেদীনের ভাতিজি সাথী আক্তার তাদের ভাংচুরে বাঁধা দিলে হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে।
তার ডাক চিৎকারে জয়নাল আবেদীনের বড় ভাই নুরু মিয়া ও আব্দুল খালেক তাদের ভাতিজিকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষরা তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় নুরু মিয়া মাটিতে লুটে পরে। পরে হামলাকারীরা জয়নাল আবেদীনের আলমারি ভেঙ্গে স্বর্নালংকার ও নগদ টাকা প্রায় ৪ লাখ টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় শনিবার সকালে জয়নাল আবেদীন রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।
রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।