রূপগঞ্জে বাড়িতে হামলা ও ভাংচুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমজাদ বাহিনীর লোকজন ও  নুর আলম বাহিনীর লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষেও ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া-ভাংচুর ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১লা এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে এসব ঘটনা ঘটে। পরে রাতে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

আহতরা হলেন : ইউনুস, মারজান আক্তার, বিপ্লব, জুমা রানী সরকার, অটো চালক সাব্বির, হাসান, শফিক, শুভ, নয়ন, মানিক, জনি, ইউসুফ, তারামিয়া, নাইম, শামীম, নাজমুলহাসান, বাপ্পা, সেলিম, রফিকুল, আলাউদ্দিন, ইয়াছিন, মোবারক, খোরশেদ।

আমজাদ মিয়া জানান, গোলাকান্দাইল নতুন বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর আলমের নেতৃত্বে স্থানীয় মাছুম বিল্লাহ, ইমরান, মাসুম মিয়া, রনি, নবী হোসেন, তুহিন মিয়া, পনির হোসেনসহ ২০/২২ জনের একদল সন্ত্রাসী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা, চাদাঁবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করেআসছে। শুক্রবার সন্ধ্যায় তাদের অপকর্মে অতিষ্ট হয়ে আমার বড় ভাই আনোয়ার হোসেন তাদের বাঁধা দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার মধ্যরাতে নূর আলমসহ তার বাহিনীর সন্ত্রাসীরা রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও এসএস পাইপ নিয়ে আমজাত হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। পরে পেট্রোল দিয়ে ভাড়া বাড়ির ১৭টি কক্ষে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরে থাকা টিভি, ফ্রিজ, নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

এ ব্যপারে অভিযুক্ত নুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি গোলাকান্দাইল নতুন বাজার অটো স্ট্যান্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন কওে আসছেন। শুক্রবার সন্ধ্যায় আনোয়ার হোসেন, তার ভাই আমজাদ হোসেন, আমিনুল ইসলাম ও তার পক্ষের ৮/১০ জন মিলে অটো স্ট্যান্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাতে বাঁধা দিলে অটো স্ট্যান্ডের অফিস ও অফিসের আসবাবপত্র এবং ২৬টি অটো ভাংচুর করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত