নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রতিপক্ষের ধাক্কায় ইসমত আরা বেগম (৮৪) নামে এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ঐ পরিবারের এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় ঘটে এ ঘটনা। নিহত বৃদ্ধা ইসমত আরা বেগম ওই এলাকার হেকমত ফকিরের স্ত্রী।
আহত হোসেন ফকির জানান, জাঙ্গীর এলাকার সন্ত্রাসী শরীফ মিয়া বেশ কয়েক দিন ধরেই তার স্ত্রী সোনিয়া আক্তারকে কু-প্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি সোনিয়া আক্তার তার স্বামী হোসেন ফকিরকে জানান। মঙ্গলবার সন্ধ্যায় হোসেন ফকির কু-প্রস্তাবের বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। এক পর্যায়ে প্রতিপক্ষ শরীফ মিয়া, আরিফ মিয়া, সোহেল, গাজী, দিলু, জলিলসহ তাদের লোকজন ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হোসেন ফকিরের বাড়িঘরে হামলা চালায়। প্রতিবাদ করায় হামলাকারীরা হোসেন ফকির ও তার স্ত্রী সোনিয়া আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় হোসেন ফকিরের দাদি ইসমত আরা বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে ঘটনাস্থলেই ইসমত আরা বেগমের মৃত্যু হয় বলে দাবি করেছেন হোসেন ফকিরসহ তার পরিবারের লোকজন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে মারপিটের সময় আতঙ্কিত হয়ে হৃদ রোগে আক্রান্ত হয়ে বৃদ্ধা ইসমত আরা বেগমের মৃত্যু হয়েছে। তারপরও আমরা তদন্ত করে দেখছি। এছাড়া অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।