রূপগঞ্জে পুলিশের অভিযানে ৬টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাইকৃত ৬টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ডিসেম্বর বুধবার উপজেলার চনপাড়া থেকে জসিম (৩০) নামে এক চোরকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে চক্রের অন্য ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রাম এলাকার ধনু হাজীর ছেলে জসীম উদ্দীন (৩০), একই থানার বাড়াইল এলাকার রুপন মিয়ার ছেলে মো. রুহুল আমিন (২৫), একই এলাকার মোর্শেদ মিয়ার ছেলে সমীর মিয়া (২২), ওই এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে তানভীর (২৫) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখন নগর এলাকার আব্দুল হকের ছেলে আব্দুর রহমান (২০)।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. হুমায়ুন কবির মোল্লার নেতৃত্বে এস আই(নি:) মুহিব্বুল্লাহ, এসআই(নি:) ফয়সাল আলম, এএসআই (নি:) মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৪ ডিসেম্বর রূপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকা থেকে চুরি যাওয়া রেপসল মোটরসাইকেলসহ জসিমকে গ্রেফতার করে। পরবর্তীতে জসিমের স্বীকারোক্তি মতে অভিযান পরিচালনা করে সমীরের কাছ থেকে একটি মোটরসাইকেল, আসামী তানভীর এর কাছ থেকে একটি মোটরসাইকেল, আসামী রুহুল আমিনের নিকট হতে একটি মোটরসাইকেল এবং আসামী রফিকের নিকট থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করে। পরে এ ঘটনায় ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

add-content

আরও খবর

পঠিত