রূপগঞ্জে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষণ চেষ্টা মামলার বাদীর পরিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা করে বখাটের পরিবার প্রভাবশালী হওয়ায় বিপাকে পরেছে নির্যাতিতার পরিবার।

মামলা তুলে নিতে নির্যাতিতার পরিবারের উপর দুই দফা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে ওই পরিবারটি। উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতিতা শিক্ষার্থীর পিতা জানান, তিনি পেশায় একজন কৃষক। গত ২২ ডিসেম্বর প্রতিদিনের মতো তিনি মাঠে কাজ করতে চলে যান। তার স্ত্রী পার্শবর্তী শিতলক্ষ্যা নদীতে গোসল করতে গেলে প্রতিবেশী খোরশেদ মিয়ার বখাটে ছেলে শ্যামল (২১) তার বসত ঘরেঢুকে পরে। এসময় কিছু বুঝে উঠার আগেই তার মেয়ে সপ্তম শ্রেণির ধর্ষণের উদ্দেশ্যে জাপটে ধরে কাপড় চোপড় ছিড়ে ফেলে। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সে বখাটে পালিয়ে যায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা করতে মামলা তুলে নেয়ার জন্য বিবাদীপক্ষ থেকে চাপ দেয়া হয়। এতে মামলানা তুলে নেয়ায় তার বাড়িতে গত ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দফা হামলা করে আসামিরা। বর্তমানে বাড়িঘর ছেড়ে পার্শবর্তী গ্রামে বসবাস করছে পরিবারটি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টার ঘটনার সত্যতা পেয়ে আমরা নিয়মিত মামলা রুজু করেছি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। যদি বাদি পক্ষকে হুমকি ধামকি দেয়া হয়ে থাকে তাহলে সে ঘটনায়ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত