রূপগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ ইউএনও এর ভিন্নরকম আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় রূপগঞ্জ ইউএনও কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ও কড়ইতলায় শহিদ মিনারে ফুল দিয়ে বিজয় দিবস পালন করেন। পরে মুড়াপাড়া কলেজ মাঠে সকাল ৮ টায় পায়রা উড়িয়ে কলেজ মাঠের অনুষ্ঠান শুরু করেন।

এসময় উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, রূপগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত এমদাদুল হক, রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, আব্দুল করিম মাষ্টার, হাজী আমান উল্লাহ, মজিদ গাজী, আরজু, আব্দুল জলিলসহ সকল মুক্তিয়োদ্ধারা।

ইউএনও জানান, তিনি নিজ উদ্যোগে গত এক মাস ধরে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের কাজ চালাচ্ছেন। বাংলাদেশের প্রতিটি ইউএনও অফিসের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পরবর্তী প্রজন্মরা যাতে জাতির জনক বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে  সঠিক ধারনা মনে ধারন করতে পারে এজন্য তিনি এ ধরনের উদ্যোগ নিয়েছেন বলে জানান ইউএনও।

পরে রূপগঞ্জের  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ডিসপ্লে, কুচকাওয়াজ, বিভিন্ন প্রদর্শনির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত