নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় মেঘনা মেটাল প্লাষ্টিক কারখানা ও হাটাবো এলাকার ফ্লাই রাবার এন্ড ফুটওয়্যার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মেঘনা মেটাল প্লাষ্টিক কারখানা কর্তৃপক্ষ জানান। আগুনের ঘটনায় ফ্লাই রাবার এন্ড ফুটওয়্যার কারখানায় ২ শ্রমিক আহত হয়। গত শুক্রবার রাতে ও শনিবার ভোররাতে এ আগুনের ঘটনা ঘটে।
মেঘনা মেটাল প্লাষ্টিক কারখানার মালিক খোকন মিয়া জানান, গত শুক্রবার রাত ২ টার দিকে বৈদ্যুতিক শক সার্কিট থেকে কারখানার মূল ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পরে। কাঞ্চন, ডেমরা ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিন ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে কারখানায় থাকা মেশিনারিজ ও প্লাষ্টিেেকর জিনিপত্র তৈরির কাঁচামালসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
অপরদিকে হাটাবো এলাকায় শনিবার ভোর রাতে ফ্লাই রাবার এন্ড ফুটওয়্যার কারখানায় আগুনের ঘটনায় ১টি মিক্সার মেশিন ও ২টি রোলার মেশিনসহ কিছু কাঁচামাল পুড়ে যায়। কারখানার মূল ভবন থেকে বাহির হওয়ার বিকল্প কোন সিঁড়ি না থাকায় দড়ি দিয়ে নামতে গিয়ে আতিয়ার ও কাদের নামে দুই শ্রমিক আহত হয়।
ফ্লাই রাবার এন্ড ফুটওয়্যার কারখানায় সহকারী ম্যানেজার সঞ্জিব বাবুর কাছে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে তিনি বলেন কারখানাটি ইনসিওরেন্স করা। তাই হিসাব করে পরে ক্ষয়ক্ষতির পরিমান জানানো হবে।