নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের্র ঘটনা ঘটেছে। সংঘর্ষে খোরশেদ মিয়া নামে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন । এসময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটানো ঘটে। গত ২৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপসী-গন্ধর্বপুর এলাকায় ঘটে এ ঘটনা। নিহত খোরশেদ মিয়া গন্ধর্বপুর এলাকার গিয়াস উদ্দিন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, মাটি, বালু, পাথর সাপ্লাইসহ বিভিন্ন কাজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপসী এলাকার আজাবুর রহমানের সঙ্গে পার্শবর্তী গন্ধর্বপুর এলাকার রাতুল হোসেনদের দীর্ঘ দিন বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন ধারালো ও দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের উপর হামলা চালায়।
এ সময় হামলা ও সংঘর্ষে উভয় পক্ষের রাতুল হোসেন, খোরশেদ মিয়া, রুবেল মিয়া, আনোয়ার হোসেন, জালাল, সজীব, মিঠু, ইমন শেখ, আবু তাহের, মাজাহারুল, কবির, বাবু, জোনায়েত, মোস্তফা ও বাচ্চু মিয়া আহত হয়। এদের মধ্যে খোরশেদ মিয়া শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অতি শীগ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।