নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ৩০ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ইছাখালী ও তেতলাবো এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন হলো আফসানা বেগম (২২)। তিনি রূপগঞ্জের ইছাখালী এলাকার রাসেল মিয়ার স্ত্রী। অন্যজন হলো কুলসুম আক্তার (১৮)। তিনি তেতলাবো এলাকার ইউনাইটেড মেলামাইন কারখানার শ্রমিক এবং চাঁদপুর জেলার সদর উপজেলার বহরিয়া এলাকার আমির হোসেনের মেয়ে। আফসানা বেগমের পরিবারের সদস্যরা জানায়, যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন আফসানাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন।
অন্যদিকে কুলসুম আক্তারের পরিবার জানায়, রবিবার ভোরে কারখানায় যাওয়ার পথে নিখোঁজ হন কুলসুম। অনেক খোঁজাখুজির পরও কোনো সন্ধান না পেয়ে তার মা তাসলিমা বেগম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বৃহস্পতিবার দুপুরে কারখানার পাশের ডোবায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসময় তারা অভিযোগ করে বলেন, কুলসুমকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে ডোবায় ফেলে দেয় দুর্বৃত্তরা।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় রূপগঞ্জ থানায় আলাদা মামলা করা হচ্ছে।