রূপগঞ্জে দারোগার পিস্তল ছিনতাই মামলার ৭ আসামী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দারোগার গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেয়ায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামী করে দায়ের করা মামলার হামলাকারী ৭জনকে আটক করেছে ভুলতা পুলিশ। রবিবার (৩ ফেব্রুয়ারি) ওই মামলায় জড়িত থাকায় টেলাপাড়াসহ আশপাশের এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৭জনকে আটক করে।

আটককৃতরা হলেন, স্বপন মিয়া (২৫) পিতা. মৃত বেনু মিয়া, সাং বড় ঘাপমারা, থানা মেঘনা, জেলা-কুমিল্লা, বর্তমান টেলাপাড়া আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া, মো. রাসেল (২৪) পিতা মনির হোসেন, মাঝিপাড়া, রূপগঞ্জ, মো. শামীম হোসেন (২৫) পিতা. মো. আব্দুল রাজ্জাক, সাং মাঝিপাড়া, রূপগঞ্জ মো. কালাম (২৬) পিতাঃ মুনসুর আলী, সাং মর্তুজাবাদ, রূপগঞ্জ, মো. মেহেদী (১৯) পিতা. সুজন মিয়া, সাং পাঁচাইখা দেয়ানবাড়ি, রূপগঞ্জ, নাহিদ (২০) পিতা. মো. মান্নান, সাং টেলাপাড়া, রূপগঞ্জ, ও ইসমাইল (২১) পিতা মো. সেন্টু বেপারী, সাং টেলাপাড়া,(সালমা বেগমের বাড়ির ভাড়াটিয়া), রূপগঞ্জ। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ জানুয়ারী) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ছিনাতাইকারীদের আটক অভিযানের সময় ভুলতা ফাঁড়ির এসআই নাদির-উ জামানের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেয়। ঘটনার পর অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানান ইনচার্জ রফিকুল হক। ঘটনার সময় হামলাকারীরা দারোগাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় দারোগা বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। সেই মামলার পলাতক আসামীদের গ্রেপ্তারের অভিযান চালিয়ে গতকাল ৭জন আসামীকে আটক করে পুলিশ।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল হক বলেন, এই মামলায় জড়িত কাউকে কোন ছাড় দেয়া হবে না। সাত জনকে আটক করা হয়েছে। বাকিদের ও আটকের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত