নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের চার জন আহত হয়েছে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা মুড়পাড়া বিশ^বিদ্যালয় কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া পাইলট স্কুলের দুই ছাত্রের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়। এসময় ফয়সাল এক ছাত্রকে থাপ্পর মারে। এ নিয়ে দড়িকান্দি এলাকার আজাদসহ তার লোকজন ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ফয়সালসহ তার লোকজনের উপর হামলা চালায়।
এসময় ফয়সালসহ তার লোকজনও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয় । সংঘর্ষে রাব্বি, ফয়সাল, আজাদ ও রাব্বি গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।