রূপগঞ্জে টেক্সটাইল শ্রমিক ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ক্লাক্সটন এ্যাপরেল্স এন্ড টেক্সটাইল মিলের সুপারভাইজার জিন্নাহ আলী একই গার্মেন্টেসের এক শ্রমিককে জোর পূর্বক ধর্ষণ করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তারাব পৌরসভার তারাব হাটিপাড়া ক্লাক্সটন এ্যাপরেল্স এন্ড টেক্সটাইল মিলের ভিতরেই এ ঘটনা ঘটে। জিন্নাহ আলী সিরাজগঞ্জ জেলার সদর থানার একডালা এলাকার জেল হোসেনের ছেলে।

ধর্ষিতার মামলার এজাহার থেকে জানা যায়, ধর্ষিতা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার প্রেমই এলাকায় তার বাড়ি। সে বর্তমানে বরাব এলাকার সাব্বিরের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। ধর্ষিতা তারাব হাটিপাড়া এলাকার ক্লাক্সটন এ্যাপরেল্স এন্ড টেক্সটাইল মিলে গত ৪ মাস ধরে জ্যাকার্ড সেকশনের অপারেটর হিসেবে কাজ করে আসছে। দীর্ঘদিন ধরে একই টেক্সটাইলের সুপাভাইজার হিসেবে কাজ করে আসছেন জিন্নাহ আলী। সে প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে চাকুরী থেকে বের করে দেওয়ার হুমকি দেয়া হতো। গত শনিবার রাতে ধর্ষিতা তার সেকশনে কাজ করার সময় ধর্ষনকারী তাকে টেক্সটাইলের তৃতীয় তলায় ডেকে নিয়ে যায়। তাকে ফের কু-প্রস্তার দিলে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে এবং ধর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত