রূপগঞ্জে ছুরিকাঘাতে তেল ব্যবসায়ী খুন, আটক ৩

নারায়ণঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাশেদ মিয়া (২৫) নামে এক তেল ব্যবসায়ী খুন হয়েছেন। ঘটনায় জনকে আটক করেছে পুলিশ। নভেম্বর সোমবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরীয়া বাস স্ট্যান্ডের পাশে ঘটনা ঘটে। নিহত রাশেদ ভোলা জেলার লালমহন উপজেলার ধলীগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাসিলেট মহাসড়কের আধুরীয়া স্ট্যান্ডের পাশেই রাশেদের তেলের দোকান আছে। দিনগত রাত ১টার দিকে তার কাছে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না চাওয়ায় দুর্বৃত্তরা রাশেদ মিয়ার পেটে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ব্যাপারে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ( সার্কেল) আবির হোসেন জানান, গত রাতে / জল ব্যক্তি তার দোকানে তেল কিনতে আসে। তেল দেওয়ার পর দাম নিয়ে রাশেদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কেউ সঙ্গে থাকা ছুরি দিয়ে রাশেদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত রাশেদকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। তবে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত