নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি চোরাই মোটর সাইকেলসহ আবু সাঈদ কিরণ (৩২) নামে এক চোরকে আটক করেছে র্যাব-৩। ৭ই এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূলতা ফ্লাইওভারের উত্তর পাশে সোশ্যাল ইসলামী ব্যাংক ভূলতা শাখার সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটককৃত আবু সাঈদ কিরণ হলেন, উপজেলার গোলাকান্দাইল এলাকার আবুল কাশেম কবিরাজের ছেলে।
ঢাকা শাহ্জাহানপুর ঝিলপাড় ক্যাম্পের সিপিসি-৩, র্যাব-৩ এর ডিএডি-পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. আবুল হোসেন মিয়ার এজাহারসূত্রে জানা যায়, বুধবার ঢাকা মহানগরীর মুগদা থানা এলাকায় ডিউটি করাকালীন সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভারের উত্তর পাশে সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর একটি চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় সম্পর্কে আলোচনা করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আবু সাঈদ কিরণ নামে এক চোরকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত (ওসি) জসিম উদ্দিন বলেন, চোরাই মোটরসাইকেল সহ আবু সাঈদ কিরণ নামে এক চোরকে সিপিসি-৩, র্যাব-৩ এর সদস্যরা রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মোটর সাইকেল চুরির একটি মামলা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।