নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, দুলাল ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ১৩ই মার্চ লিয়াং হো রোং (৪৫) নামে এক চায়না নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিয়াংয়ের সহকর্মী ইউ হোয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। ২৪ই এপ্রিল শনিবার ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ বাদী হয়ে পুনরায় হত্যা মামলা দায়ের করেন। লিয়াং হো রোং উপজেলার বরপা এলাকার জু-জো ইন্ডাস্ট্রিজ নামক একটি চাইনজি কোম্পানীর ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো।
মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব উর রহমান জানান, গত ১৩ই মার্চ তারাবো পৌরসভার বরপা এলাকায় জু-জো ইন্ডাস্ট্রিজ নামের একটি ব্যাটারি কারখানা থেকে ওই চায়না নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বরপা এলাকার লিথুন ফেব্রিক্সের বন্ধ কারখানাটি গত ৪ বছর আগে ভাড়া নেয় জু-জো ইন্ডাস্ট্রিজ নামক একটি চাইনিজ কোম্পানী। কোম্পানীটি এখানে অটো রিক্সার ব্যাটারি তৈরী করতো। লিয়াং শুরু থেকে এই করখানাটির ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন। দেড়মাস চায়নাতে ছুটি কাটিয়ে গত ১০ই মার্চ লিয়াং কারখানায় পুনরায় যোগদান করেন। এর ৩দিন পর পুলিশ লিয়াং এর শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠান। শনিবার সকালে ময়না তদন্তের প্রতিবেদন পায় পুলিশ। প্রতিবেদনে লিয়াংকে শ্বাসরোধে হত্যা বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এইচ এম জসীম উদ্দিন বলেন, একজন বিদেশী নাগরিককে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।