রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা মুদিমনোহরী ব্যবসায়ী জসিম উদ্দিন ও তার ছেলে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা লুট করে। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার ভুলতা এলাকার এ ওয়ান পোলার গার্মেন্টেসের সামনে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, তিনি ভুলতা এলাকার এ ওয়ান পোলার গার্মেন্টেসের সামনে জসিম ষ্টোর নামে একটি ষ্টেশনারী দোকান দিয়ে ব্যবসা করে আসছে। উপজেলার টেক বলাইখা এলাকার বাবু, কেল্লা রাসেল, মামুন বেশকিছুদিন ধরে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। বুধবার দুপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা জসিম উদ্দিনের কাছে তাদের দাবীকৃত ২০ টাকা দাবী করে।

চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজরা জসিম উদ্দিনের দোকানে হামলা ভাংচুর শুরু করে। এসময় তার দোকান থেকে নগদ ৩৫ হাজার টাকা লুট করে নেয়। এক পর্যায়ে চাঁদাবাজরা জসিম উদ্দিন ও তার ছেলে কামরুল হাসান লিমনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত