নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা সী-শেল প্রপাইটিজ লিমিটেডের স্থাপনার পাঁকা দেয়াল ও সাইবোর্ড ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৮ জুন) সকালে সী-শেল প্রপাইটিজ লিমিটেডের ব্যবস্থাপক জয়নাল আবেদীন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্ত্রাসী ও চাঁদাবাজ পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ উপজেলার গুতিয়াবো এলাকার সিরাউদৌলা ওরফে দুলু মিয়ার ছেলে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জয়নাল আবেদীন জানান, উপজেলা গুতিয়াবো এলাকায় সী-শেল প্রপাইটিজ লিমিটেডে নির্মাণ কাজ চলছে। স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ পারভেজ, বাবু, কিবরিয়া, বকুল, দুলাল মিয়া ও আমিরুল নির্মাণ কাজ চলাকালীন সময়ে জয়নাল আবেদীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদাবাজদের তাদের দাবিকৃত চাঁদা না দিলে নির্মাণ কাজ চালাতে দিবে না বলে হুমকি দেয়।
পরে দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী পারভেজসহ তার বাহিনীর সদস্যরা সী-শেল নির্মাণ কাজ বাধা প্রদান করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের নির্মানার্ধীন ড্রেনের কাজ বন্ধ, পাকা দেয়াল ও সাইবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন করেন। পরে পারভেজ ও তার বাহিনীর সদস্যরা জোর পূর্বক সী-শেল প্রপাইটিজের জমিতে তাদের নিজেদের নামীয় অন্য একটি স্থাপনা করে।
এ সময় জয়নাল আবেদীনসহ কোম্পানির অন্যান্য কর্মচারীরা বাধা প্রদান করতে গেলে পারভেজ ও তার বাহিনীর সদস্যরা তাদের পিটিয়ে আহত করেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পারভেজকে গ্রেফতার করা হয়েছে সেইসাথে বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পারভেজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে। এছাড়া পারভেজকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।