নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় নিরীহ ৮০ পরিবারের গ্যাস লাইন কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গ্যাস লাইন কাটার পর প্রতি ঘর থেকে গ্যাসের রাইজার খুলে নেওয়া হয়। এ সময় গ্যাস লাইন কাটতে ও রাইজার খুলতে বাঁধা দেওয়ায় তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ২৩ জুন রবিবার বিকালে তারাব পৌরসভার সুতালড়ার বাদামতলা এলাকায়।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, সুতালড়া এলাকার বোরহান মোল্লার ছেলে চাঁদাবাজ স্বপন মোল্লা, ছাত্তার মোল্লার ছেলে জামান মোল্লা, শওকত আলীর ছেলে মামুনসহ তাদের বাহিনীর লোকজন সুতালড়ার বাদামতলা এলাকার নজরুল, মর্জিনা, আকাশ, বিল্লাল, ইউসুফ, মজিবুর,ফজলুর রহমান, মোহাম্মদ আলী, ওয়াহেদ আলী, মান্নান, শাহজাহান, ফজলুল হক, আজিজ, আলমগীর, আবুল হোসেন, আবুল হোসেন, সাগরিকা, ফয়সাল মিয়া, বিল্লাল মিস্ত্রী, মহিবুল, মোস্তফা হাওলাদার, এনামুল হক, আবুল কালাম, শিরীন খান, রনি মিয়া সাইফুল, দুলাল মিয়া, শাহীন, গোলজার, সোহেল মিয়াসহ প্রায় ৮০ পরিবারের গ্যাস লাইন কেটে দিয়েছে।
এ সময় স্থানীয়রা গ্যাস লাইন কাটতে বাঁধা দিলে স্বপন বাহিনীর লোকজন নিরীহ এলাকাবাসীর উপর চড়াও হয়। স্বপন বাহিনীর লোকজনের সঙ্গে এলাবাসীর বাক-বিন্ডার ঘটনা ঘটে। পরে স্বপন বাহিনীর লোকজন দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে এলাকাবাসীর উপর হামলা করে। এক পর্যায়ে ঐ বাহিনীর লোকজন স্থানীয়দের প্রায় ৮০ পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং গ্যাস রাইজার খুলে নেয়।
এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, স্বপন মোল্লা, জামান মোল্লা ও মামুন বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। এমনকি ঐ এলাকায় কেউ নতুন বাড়ি-ঘর করতে গেলে এই বাহিনীকে মোটা অংকের চাঁদা দিতে হয়। কেউ যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে তাদেরকে হত্যার হুমকিসহ মামলা হামলা দিয়ে হয়রানি করে থাকেন। শুধু তাই নয়, কেউ যদি প্রতিবাদ করে তাহলে তাদের বাহিনীর লোক পাঠিয়ে প্রতিবাদকারীকে ধরে আনা হয়। এই বাহিনীর রয়েছে একটি টর্চার সেল। এই টর্চার সেলে চলে মধ্যযোগীয় কায়দায় অমানুষিক নির্যাতন। এই বাহিনীর হাত থেকে বাচতে স্থানীয়রা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন। আরেক প্রশ্নের জবাবে অভিযুক্তরা বলেন, উপরের নির্দেশ মোতাবেক গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে। তবে চাঁদার বিষয়টি সঠিক নয়।