নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জের কাঞ্চন পুলিশ ফাঁড়ির ৫০ গজ সামনের একটি বাড়ি থেকে সুরভী নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার মনির হোসেনের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূর স্বামী জসিম উদ্দিন রানা পলাতক রয়েছে। বরিশাল জেলার পাথরঘাটা থানার পদ্মা করমজাতলা এলাকার জলিল ছেলে জসিম উদ্দিন রানা।
সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী জানান, মাদারীপুর সদরের চরমোগরী এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে সুরভী সঙ্গে জসিম উদ্দিন রানার মধ্যে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৬ মাস আগে তারা পালিয়ে বিয়ে করে। পরে রূপগঞ্জের কাঞ্চনে এসে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলো। জসিম উদ্দিন রানা প্রান কোম্পানীর এস আর পদে চাকুরী করতো। সকালে জসিম উদ্দিন রানা তার শ্বশুড় দেলোয়ার হোসেনকে মোবাইলে জানায়, সুরভী অসুস্থ এবং তার অবস্থা খুবই খারাপ। এ খবর পেয়ে মেয়ের বাবা ও আত্মীয় স্বজনরা এসে বাহিরে থেকে ঘরে তালাবদ্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় ঘরের তালা ভেঙ্গে খাটের উপর সুরভীর মৃতদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়। নিহত গৃহবধূর শরিরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, কাঞ্চন এলাকায় চুরি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বেড়ে গেছে। প্রতিদিনই কোন না কোন বাড়ি হচ্ছে চুরি বা ডাকাতির ঘটনা। কাঞ্চন এলাকায় গরু চুরির ঘটনা এখন নিত্যদিনের। কাঞ্চন পুলিশ ফাঁড়ির ৪০/৫০ গজ সামনে এমন নৃশংস ঘটনা ঘটায় একাবাসী পুলিশের ভুমিকা নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় পুরো একাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে কাঞ্চন এলঅকার সাধারন মানুষ।