রূপগঞ্জে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার মামলা, গ্রেফতার-২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ফারজানা আক্তার নামের এক গৃহবধুকে আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) সকালে তাদের কাঞ্চন এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ, শনিবার রাতে উপজেলার কাঞ্চন কেন্দুয়া এলাকায় গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে।

ফারজানার মা শিমু আক্তার জানান, গত ৩ বছর আগে কাঞ্চন কেন্দুয়া এলাকার কামিজ উদ্দিনের ছেলে আব্দুল মতিনের সঙ্গে ফারজাহা আক্তারের বিয়ে হয়। শ্বাশুরী রোকেয়া বেগম, দেবর উজ্জল মিয়া, ভাসুর শাহিন মিয়াসহ শশুর বাড়ির লোকজন মিলে ফারজানাকে নির্যাতন চালিয়ে আসছিলো। শনিবার রাতে বসতবাড়িতে ঘর নির্মাণ নিয়ে শ্বশুর বাড়ির লোকজন ফারজানাকে অপমান ও গালাগাল করে। রাতে শ্বশুর বাড়ি থেকে সংবাদ দেন যে ফারজানা গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। শিমু আক্তার বাদী হয়ে আতœহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ ঘটনায় লোকমান ও শাহীন নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রিপন আলী খাঁন বলেন, মামলার বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত