নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রিয়া বিশ্বাস নামে এক গৃহবধুকে হত্যার পর তার স্বামী লাশ গুম করার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার দাউদপুর এলাকায় ঘটে এ হত্যাকান্ডের ঘটনা। শনিবার (১৩ এপ্রিল) সকালে নিহতের চাচা পৌল বৌদ্য রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত প্রিয়া বিশ্বাস খুলনা জেলার সদর থানার ছোট খালপার মহির বাড়ী এলাকার আশিষ বিশ্বাসের মেয়ে।
পৌল বৌদ্য জানান, গত দুই বছর পূর্বে তার ভাতিজি প্রিয়া বিশ্বাসকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বানিয়ারচর এলাকার সুকুমার মন্ডলের ছেলে সঞ্জয় মন্ডলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে সঞ্জয় মন্ডল প্রিয়া বিশ্বাসকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর এলাকায় আজাহার মোল্লার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার রাতে সঞ্জয় মন্ডল প্রিয়া বিশ্বাসকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশে একটি মাইক্রোবাসে যোগে গোপালগঞ্জের মুকসুদপুর বানিয়ারচর তালবাড়ি এলাকায় তার নিজ বাড়ীতে নিয়ে গিয়ে দ্রুত সমায়িত করার প্রস্তুতি নেয়।
খবর পেয়ে পরিবারের লোকজন প্রিয়ার মৃতদেহ দেখতে আসে। পরিবারের লোকজন দেখতে পায় মৃতদেহের গলায় আঘাতের চিহৃ ও নাক দিয়ে রক্ত বাহির হচ্ছে। পরে সঞ্জয় মন্ডলকে মৃত্যুর কারন জিজ্ঞাসা করলে সে কোন সদোত্তর দিতে পারেনি। পরে এ ঘটনা মুকসুদপুর থানা পুলিশকে জানালে লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় শণিবার সকালে নিহতের চাচা পৌল বৈদ্য বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দয়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করা হবে।