রূপগঞ্জে খালাতো ভাইয়ের হাতে খালাতো ভাই খুন, গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে আমির হোসেন বাবু (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে তার আপন খালাতো ভাই মাজহারুল ইসলাম। গত ২০ জুলাই শনিবার সন্ধ্যায় উপজেলার ভিংরাবো এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আমির হোসেন বাবু উপজেলার পশ্চিমগাঁও টেংরা এলাকার ইজ্জত আলীর ছেলে।

আমির হোসেন বাবুর বাবা ইজ্জত আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় ২ জনকে এজাহার নামীয় ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ২১ জুলাই রবিবার রাতে মামলার প্রধান আসামী মাজহারুলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম উপজেলার বড়ালু পাড়াগাঁও এলাকার আব্দুল কাদিরের ছেলে।

মামলার বাদী ইজ্জত আলী জানান, একই এলাকার মাজহারুলের সাথে তার খালাতো ভাই আমির হোসেন বাবুর পূর্ব থেকে শত্রæতা চলে আসছিলো। গত ২০ জুলাই শনিবার সকালে আমির হোসেন বাবু প্রতিদিনের ন্যায় তার ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আমির হোসেন বাবু যথাসময়ে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত রবিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন ঝোপের মধ্যে একটি মৃতদেহ দেখে পুলিশে খবর। পরে পুলিশ লাশটি উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসলে আমির হোসেন বাবুর পিতা তার ছেলের লাশ শনাক্ত করেন। এ ঘটনায় আমির হোসেন বাবুর বাবা ইজ্জত আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই মামলার প্রধান আসামী মাজহারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজাহারুল পুলিশের কাছে খুনের বর্ননা দেন, শনিবার সন্ধ্যায় খুনী মাজাহারুল  তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হাবিবুর রহমান হাবিবসহ তাদের সহযোগী ৪/৫ জন  আমির হোসেন বাবুর ইজি বাইকে করে রূপগঞ্জ সদর ইউনিয়নের ভিংরাবো এলাকার ইসকন মন্দিরের উত্তর পাশে ইটের সলিংয়ের পাশে একটি নির্জন স্থানে নিয়ে আসেন। পরে তারা ছুড়িকাঘাত করে হত্যা করে। হত্যার পর ইট দিয়ে মুখমন্ডল থেথলিয়ে দেয়। পরে হত্যাকারীরা বাবুর লাশ উপজেলার ইসকন মন্দিরের বালুর মাঠের পিছরে একটি ঝোপে ফেলে রাখে।

মামলার তদন্তকারী কর্মকর্ত মাহাবুব হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

add-content

আরও খবর

পঠিত