নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৩ই এপ্রিল রবিবার আজিজার রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় লিলি কেমিক্যাল কারখানার মালিক একেএম সেলিম, ম্যানেজার আব্দুল বাতেন, ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলাম, কাস্টম সাবরুল ইসলাম ও সুপার ভাইজার কাউসার হাবিবকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, আজিজার রহমানের ভাই আকালু লিলি কেমিক্যাল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি লিলি কেমিক্যাল কারখানার মালিক একেএম সেলিমসহ কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন।
এর আগে গত ২৯ই মার্চ রাত সোয়া ১১টার দিকে রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল বেরিবাধ এলাকায় অবস্থিত কারখানার পেস্টিং সলিউশন (জুতা তৈরির আঠা) মেশিনের সুইচ চাপ দেন এক শ্রমিক। এ সময় বিকট শব্দে মেশিনে আগুন ধরে যত্রতত্র দাহ্য পদার্থ জাতীয় ক্যামিকেল মজুত থাকায় দ্রুত কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় আকালু, শ্রমিক সজিব, বায়েজীদ, রাসেল, মুজাহিদ, খাদেমুল, রোকন, মেহেদী ও রিপন কর্মরত থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকালুসহ ৪ জন মারা গেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত তাদের গ্রেফতার করতে পারবো।