রূপগঞ্জে কলেজ ছাত্র হত্যার ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাদিকুল ইসলাম রিয়ন (১৭) গত ২৭ই মার্চ শনিবার প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় নিহত হয়। এ ঘটনায় নিহতের মা জোসনা বেগম বাদী হয়ে গত ২৮ই মার্চ ১৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ৩১ই মার্চ বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে হাবিব (২০) ও রাকিব (১৮) দুই আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা চাঁদপুর জেলার হারুন মিয়ার ছেলে। বর্তমানে তারা গিয়াসউদ্দিন গেসুর বাড়ির ভাড়াটিয়া। এর আগে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৭ই মার্চ শনিবার বিকালে সাদিকুল ইসলাম রিয়নের ছয় মাসের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তার পিতা জহিরুল ইসলাম কচি ও মাতা জোসনা বেগম ভুলতা এলাকায় হাসপাতালে রওয়ানা হয়। পথিমধ্যে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এইচ এম জসিমউদ্দিন জানান, হত্যার ঘটনায় মামলা হওয়ার পর ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

add-content

আরও খবর

পঠিত