রূপগঞ্জে এক নারীকে শ্লীলতাহানি, দম্পতিকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ বার্তা ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে দম্পতিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এসময় তাপসী রানী সরকার নামে এক নারীকে শ্লীলতাহানি করছে বলে অভিযোগ রয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা পুটিনা এলাকায় এ ঘটনা ঘটে।

সুকুমার সরকারের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, একই এলাকার শম্ভু চন্দ্র শীল, রাতুল চন্দ্র শীল ও সঞ্জয় চন্দ্র শীলদের সঙ্গে তার পূর্ব থেকে শত্রুতা চলে আসছিলো। এরই জের ধরে সোমবার সকালে তারা সুকুমারের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করতে থাকে।

এসময় সুকুমার সরকার তাদের বাঁধা দিলে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী তাপসী রানী সরকার এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে তাকে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

add-content

আরও খবর

পঠিত