নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই এপ্রিল সোমবার বিকালে এস আই পরশের নেতৃত্বে ভূলতা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট ভূলতা ফিলিং স্টেশনের পাশ থেকে ইজিবাইকসহ হাতে নাতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন : উপজেলার হরিনা এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে অসিম (৩৫) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে ফারুক খাঁন (৪০)।
এসআই পরশ জানান, গত ১১ই এপ্রিল রবিবার সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীরা উপজেলার টান মুশুরী এলাকার গাজী সেতু থেকে যাত্রীবেশে ইজিবাইকে উঠে। পরে ইজিবাইক চালক হানিফকে উপজেলার নাওরা এলাকার বালুর মাঠে হাত-পা বেঁধে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজনের সহযোগিতায় চালক হানিফ উদ্ধার হয়ে ১২ই এপ্রিল সোমবার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট ভূলতা ফিলিং স্টেশনের পাশ থেকে ইজিবাইকসহ হাতেনাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার তদন্ত (ওসি) জসিম উদ্দিন বলেন, ১২ই এপ্রিল সোমবার ইজিবাইক ছিনতাইয়ের একটি মামলা হয়েছে। পরে এস আই পরশের নেতৃত্বে ভূলতা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট ভূলতা ফিলিং স্টেশনের পাশ থেকে ইজিবাইকসহ হাতে নাতে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।