নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেছেন। সোমবার বিকেলে ভুলতা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, আওয়ামীলীগ নেতা বাবুল ভুইয়া, মকবুল হোসেন, আলী ওসমান মাষ্টার, ইমদাদুল হক মোল্লা, জাহাঙ্গীর মিয়া প্রমুখ। এসময় বক্তরা বলেন, ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জামায়াত-বিএনপি সেটি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য ও দেশের জন্য কাজ করে যাবো। কোন অপশক্তিকে ছাড় দেয়া হবেনা।