রূপগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( দুলাল, রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। এ সময় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮ সেপ্টেম্বর সোমবার  সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত  এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা কৃষি অফিসার ফাতেহা নুর, এনায়েত করিম, জায়েদা আখতার, মাসুদ মজুমদার, হাফিজা বেগম ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এছাড়া রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

অপরদিকে, দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টারের উদ্যাগে কেক কেটে জন্মদিন পালন করা হয় ও কাঞ্চন পৌরসভার অডিটরিয়ামে পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক পৌর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন ও বিশেষ মোনাজাত করেন।

সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে সকলকে জানতে হবে। শুধু সচেতনতার অভাবে অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পরে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত ও কেক কাটা হয়।

add-content

আরও খবর

পঠিত