রূপগঞ্জে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব উত্তরা-১ এর সদস্যরা। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন ব্রীজ সংলগ্ন ব্রাক্ষনখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন : নওগাঁ জেলার চকরামপুর এলাকার আব্দুল গফুরের ছেলে মহিবুল্লাহ ও খোরশেদ আলমের ছেলে মুন্না।

র‌্যাব উত্তরা-১ এর এএসপি কামরুজ্জামান জানান, আন্ত:জেলা মাদক ব্যবসায়ী চক্রের ২ সদস্য দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহন করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিলো। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব উত্তরা-১ এর সদস্যরা ব্রাক্ষনখালীস্থ কাঞ্চন ব্রীজ এলাকার বিআরটিসি কাউন্টারের সামনে রাস্তায় অবস্থান করছিলো। পরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা ও  মাদকের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল সেট উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত মহিবুল্লাহ একজন ট্রাক চালক ও হেলপার মুন্না তারা ১০/১৫ বছর ধরে মাদক পরিবহন করে আসছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

add-content

আরও খবর

পঠিত