নারাণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাাড়িঘরে আগুন ধরিয়ে দিয়ে ব্যবসায়ীর পরিবারকে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে বসতঘরসহ আসবাবপত্র পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের টের পেয়ে বসতঘর থেকে বের হয়ে যাওয়া হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার ভোরে উপজেলার কাঞ্চন নাথপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। ব্যবসায়ী রিপন কান্ত দাস জানান, কাঞ্চন নাথপাড়া এলাকার হরিদাস, বিদ্যুৎ দাস, বিনা রানী দাস, চরন দাসের সঙ্গে রিপন কান্ত দাসের দীর্ঘ দিন ধরে শত্রুতামী ভাব চলে আসছিলো। প্রতিপক্ষের লোকজন প্রায় সময়ই বাড়িঘরে আগুন ধরিয়ে রিপন কান্ত দাসসহ তার পরিবারকে হত্যার হুমকি দিতো। বুধবার ভোর ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় বসতঘরে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষের লোকজন। এসময় আগুনের টের পেয়ে রিপন কান্ত দাসসহ তার পরিবার বসতঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান। স্থানীয় লোকজন প্রায় ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষনে বসতঘরসহ বসঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্যরা দাবি করেন। এদিকে, এ ব্যপারে কোন প্রকার থানা পুলিশ করলে ব্যবসায়ী পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেন তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, তাদের ফাঁসাতে রিপন কান্ত দাসসহ তার পরিবারের লোকজন নিজেরাই আগুন লাগিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।