নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে খবির উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ তার ছেলে ও ছেলের শশুরের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে। ১লা জুলাই শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। মৃত খবির উদ্দিন কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকার মৃত সমুরউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এক বছর আগে খবির উদ্দিন নিজের নামে ৮ শতাংশ জমি রেখে বাকি প্রায় ১০ বিঘা জমি তার এক ছেলে ও তিন মেয়ের নামে ভাগ-ভাটেয়ারা করে তাদের নামে রেজিষ্ট্রি করে দেন। পনের দিন আগে ছেলে ইকবাল হোসেন তার পিতার কাছ থেকে জোর পূর্বকভাবে ৮ শতাংশ জমি লিখে নেন। এর কয়েকদিন পর ইকবালের শ^শুর নাছির উদ্দিন তার মেয়ে (ইকবালের স্ত্রী) রাশিদার নামে ইকবালের নামে থাকা বাড়ি-ঘরসহ সকল জমি জমা সু-কৌশলেও প্রতারনার মাধ্যমে লিখে নেন।
এই সংবাদ এলাকায় জানাজানি হলে বৃদ্ধ খবির উদ্দিন শনিবার দুপুরে ছেলে ইকবাল হোসেন ও ছেলের শশুর নাছির উদ্দিনের সাথে অভিমান করে বিষপান করেন। পরে স্থানীয় লোকজন খবির উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। খবিরউদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) সাজ্জাদ বোমান জানান, এ ব্যপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।