রুবেল হত্যা : ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামী করে মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : আইপিএলের জুয়ার টাকার ঘটনাকে কেন্দ্র করে কলেজ শিক্ষার্থী হোসেন আহাম্মেদ রুবেল হত্যাকান্ডের ঘটনায়, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছকে প্রধান আসামী করে ১৪ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গত সোমবার মধ্য রাতে নিহত হোসেন আহাম্মেদ রুবেলের ভাই মোমেন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়।

চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছের দাবি, আওয়ামী রাজনৈতিক দ্বন্ধের জের ধরে তার প্রতিপক্ষ তাকেসহ কয়েক জনকে এ হত্যা মামলায় জড়িয়েছে। এ ঘটনা জড়িত তো দুরের কথা, ঘটনার পর পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পারেন হত্যাকান্ডের ঘটনা।

মামলার অন্যান্য আসামীরা হলো, মঙ্গলখালীর সুরুজ মিয়া, মুড়াপাড়া নগরের নয়ন মিয়া, মঙ্গলখালীর নুরা, কাজল, মাসুদা, আকাশ, সিনেমার পাশের বেয়াদব সুমন, মঙ্গলখালীর শিপলু, সফিউল, হোসেন, সরকারপাড়ার সুমন, বানিয়াদির খোকন, মাছিমপুরের ফরিদ।

এদিকে, হত্যাকান্ডকে কেন্দ্র করে গত সোমবার বিকেল ৪টার দিকে মুড়াপাড়া নগড় এলাকা থেকে হঠাৎ করে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে মিছিল থেকে দুটি ফাঁকা গুলি বর্ষণ ও ৩টি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এসময়  উপজেলা পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত প্রশাসন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

add-content

আরও খবর

পঠিত