নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে ২৪ মঙ্গলবার ৭.২০ হইতে ০৮.১০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ফোর্সদের সহায়তায়, রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া তালুকদার কেমিক্যাল রোডে ট্রাক পার্কিং মাঠের, পূর্ব দক্ষিণ কোনায় রাস্তার উপর চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে। চাঁদাবাজ আসামী মো. মাসুদ ভূঁইয়া (৪২) কে গ্রেফতার করেছে। আসাীম মাসুদ ভূইঁয়া রূপগঞ্জ উত্তর তারাবোর তমিজ উদ্দিন ভূইয়ার ছেলে।
আসামীর কাছ থেকে চাঁদাবাজি সংক্রান্ত ৬০৫ টাকা ও ১২,০০০ টাকা মূল্যের ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্ত ও ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ক্রমিক নং ৯(খ) রুপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চাঁদাবাজ সংক্রান্তে আদায়কৃত অর্থ এবং মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামীকে রুপগঞ্জ থানায় অদ্য ২৪ এপ্রিল মঙ্গলবার সোপর্দ করা হয়েছে।
উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানাসহ আশপাশের এলাকায় প্রকাশ্য ও গোপনে চাঁদাবাজি করে আসছিল। সে বিভিন্ন কোম্পানীর পণ্য বোঝাই ট্রাক থেকে নিয়মিত জোরপূর্বক চাঁদাবাজি আদায় করে আসিতেছিল এবং পাশাপাশি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে সমাজে বিশৃঙ্খলা সহ যুব সমাজকে ধ¡ংসের পথে নিয়ে যাচ্ছে।