নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা মহামারির বিধি ভেঙে পূর্ণমিলনী অনুষ্ঠানে ডিজে পার্টি ও নাচ-গানের আয়োজন করা হয়। ২৬ই মার্চ শুক্রবারর্ বিকাল ৩ টা থেকে রাত পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে এ ঘটনাটি।
গোপন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে ১২ সালের সমাপনী পরীক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের নামে নাচ-গান সহ ডিজে পার্টি করেন স্থানীয়রা। এ বিষয়ে গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূইয়া বলেন, ১২ সালের সমাপনী পরীক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠানের বিষয় আমার জানা নেই। তবে করোনা মহামারিতে এসব অনুষ্ঠান সরকারি নিষেধ থাকা সত্বেও কিভাবে হয়?
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা মহামারির বিধি ভেঙে পূর্ণমিলনী অনুষ্ঠানের বিষয়টি আমার জানা নেই। তবে কেউ যদি এসব অনুষ্ঠান করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।