নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : বাবুরাইলে রিক্সা চালককে মারধর করে রক্তাক্ত জখম করার ঘটনায় ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হযেছে। ২৯শে জুন বুধবার বিকালে এ কর্মসূচী পালন করে ভুক্তভোগী ও স্থানীয় রিক্সা চালকরা। এরআগে সকালে ১নং বাবুরাইল বটতলা এলাকায় মারধরের ঘটনা ঘটেছে।
এ বিষযে ভুক্তভোগী আ. সালাম ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এতে বিবাদী করা হযেছে তাতিঁ বাড়ি এলাকার কাজী মহসীন আহম্মেদের ছেলে কাজি রফিক তিমুর, লুৎফর রহমানের ছেলে আতিকুর রহমান ফাহাদ, আশরাফুর রহমান, আব্দুর রশিদের ছেলে লুৎফর রহমানকে।
অভিযোগে জানা যায়, বিবাদীগনের বর্তমান ঠিকানার মোস্তফা মাহাজনের গ্যারেজের রিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করছে সালাম। বুধবার সাড়ে ৮টার দিকে সে রিক্সা চালানোর জন্য গ্যারেজে গেলে ১নং বিবাদী তাকে ডেকে নিয়ে বিবাদীর বাড়ীর ২য় তলায় ওই গ্যারেজের রিক্সা চালাইতে নিষেধ করে। এর কারণ
জিজ্ঞাসাবাদ করলে বিবাদী তাকে অকথ্য ভাষায় গালিাগালাজ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারে। এছাড়াও হত্যা করার উদ্দেশ্যে ৪নং বিবাদীর ইন্দনে ১নং বিবাদী তার হাতে থাকা লোহার রড দিয়ে বাম পায়ে আঘাত করে রক্তাক্ত করে। তাছাড়াও হুমকী দেয় তুই যদি এই গ্যারেজের রিক্সা চালাস তাহলে তোকে আজ হোক কিংবা কাল হোক জীবনে শেষ করিয়া ফেলবো।
এ বিষয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, অভিযোগ দিয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।