নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের দড়ি সোনাকান্দায় রিকশা চুরির অপবাদে কিশোর রিকশা চালককে ২দিন গ্যারেজে আটক রেখে অমানুবিক নির্যাতন করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত রিকশা চালকের বাবা সিদ্দিক মিয়া বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১(২)১৬। রিকশা মালিক লিটন রিকশা চুরির অভিযোগে নির্যাতনের শিকার রিকশা চালকের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার সিদ্দিক মিয়ার কিশোর ছেলে ইমন (১২) জীবিকার তাগিদে সোনাকান্দা এলাকার লিটন মিয়ার গ্যারেজ থেকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করত। ৩ দিন পূর্বে ইমন রিকশা নিয়ে মদনপুর গিয়ে রাস্তার পাশে রিকশা রেখে হোটেলে খাইতে গেলে অজ্ঞাত চোরেরা তার রিকশাটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রিকশা মালিক লিটন ও তার সহযোগি আলম, চুনকা, ফয়সাল মিলে তাকে ২ দিন গ্যারেজে হাত-পা বেঁধে আটক রেখে শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছেঁকা ও হাতের আঙ্গুল থেতলে দিয়ে অমানবিক নির্যাতন করে। পরে তার অবস্থা অস্বাভাবিক দেখে তাকে ছেড়ে দেয়। আহত রিকশা চালককে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা পুলিশ জেনে রিকশা মালিক লিটনকে পুলিশ গ্রেফতার করে। ১ ফেব্রুয়ারী সোমবার পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।