রাজনীতি ভাত দেয় না, মনের খোরাকের জন্য রাজনীতি করি : খোকন সাহা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার ইচ্ছাতে দল করি। রাজনীতি আমাকে ভাত দেয় না। মনের খোরাকের জন্য রাজনীতি করি। সারা দেশে উন্নয়ন করছে জননেত্রী শেখ হাসিনা। আর নারায়ণগঞ্জে উন্নয়নের রুপকার ছিলেন আমাদের প্রয়াত সাংসদ সামছুজ্জোহা। তার পর থেকে তার সুযোগ্য তিন ছেলে নাসিম ভাই, সেলিম ভাই ও শামীম ওসমান পর্যায়ক্রমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছেন।  ২৭ ডিসেম্বর রবিবার বিকালে বন্দর থানাধীন ২১নং ওয়ার্ডস্থ শাহি মসজিদ ফাযিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান বিজয় দিবসে আমাদের বিজয়ের উল্ল্যাস করার কথা। কিন্তু বিজয়ের মাসে আমাদেরকে বলতে হচ্ছে ভাস্কর্য ভাঙ্গার কথা।  দু:খের বিষয় এই বিজয় মাসে জাতির জনকের ভাস্কর্য ভাঙ্গা হয়। ভাস্কর্য ভাঙ্গার প্রথম প্রতিবাদ করেন আমার নেতা শামীম ওসমান। আর কেউকেত ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করতে দেখা যায়নি। বাংলাদেশ যেন তালেবান রাষ্ট্র হয় সে মিশনে নেমেছে মৌলবাদীরা। আমরা সে মিশন বাস্তবায়ন করতে দিব না।

তিনি মেয়র আইভীকে উদ্দেশ্য করে আরো বলেন, যারা নেত্রীর কাছ থেকে মনোনয়ন বাগিয়ে এনে বিএনপি জামায়াতের ভোটে নির্বাচিত হবেন এইটা ঠিক না। উন্নয়ন করতে না পারলে জনগনই র্নিধারণ করবে কে হবে জনপ্রতিনিধি।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ। ২১নং ওয়ার্ড বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক নাজমুল হাসান আরিফের সভাপতিত্বে ও ২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামসুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, ২৩নং ওয়ার্ড আ.লীগ নেতা সিরাজউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন মাষ্টার, আ: ওয়াদুদ, বন্দর থানা আ.লীগ নেতা সহিদুল হাসান মৃধা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, ২০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা. শহিদুল্লাহ, ১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন।

add-content

আরও খবর

পঠিত