নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : রাজধানীর নিউমার্কেট থানা এলাকার গাউছিয়া মার্কেটের একটি দোকানে ১ এপ্রিল সোমবার মধ্যরাত সোয়া ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এবং ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিস অভ্যন্তরে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের এই ঘটনায় হতাহতদের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরশাদ হোসেন বলেন, রাত সোয়া ১২ টার দিকে গাউছিয়া মার্কেটে একটি দোকানে আগুন লেগেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।
স্থানীয়রা জানান, এলিফেন্ট রোডের সুবাস্তু এ্যারোমা সেন্টারের পাশে ভাত ভর্তা নামক একটি রেস্টুরেন্টে আগুন লেগেছিল। মর্টারের কয়েল বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সাধারণ মানুষ আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও নিউ মার্কেট থানা পুলিশ ঘটনাস্থলে ছিল।
এদিকে রাজধানীর ডেমরায় তিতাস গ্যাসের মেইন লাইন লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১ এপ্রিল সোমবার মধ্যরাত পৌনে ১২টার দিকে ডেমরা ফায়ার সার্ভিস অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিতাস গ্যাস ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন।
এদিকে তিতাস গ্যাসের ডেমরা শাখা অফিস থেকে গ্যাসের মেইন লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পথচারীরা হঠাৎ আগুন দেখতে পায়। এ সময় ডেমরা ফায়ার সার্ভিসের টিম দ্রুত আগুন নেভানোর কাজে লেগে পড়ে। পরে ফতুল্লাসহ অন্যান্য টিম ঘটনাস্থলে ছুটে আসে। গ্যাস সরবরাহ বন্ধের পর ঢাকার বিভিন্ন এলাকায় বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। খবর পেয়ে তিতাস গ্যাসের ইমার্জেন্সি বিভাগ থেকে দুটি টিম উপস্থিত হয়।
তিতাস গ্যাসের ইমার্জেন্সি টিম লিডার ফারুক হোসেন জানান, কন্ট্রোল রুমে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের মেইন লাইনের বাল্ব বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো.এরশাদ বলেন, ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশনের অভ্যন্তরে একটি গ্যাস লাইন লিকেজে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে গত শনিবার সকাল পৌনে ৬টার দিকে গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটন ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। এরপর সকাল পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরও আগে গত বৃহস্পতিবার ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুন লেগে ২৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ৭০ জন।