নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকার উদ্যোগে ১০ হাজার নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেছে। ২০ অক্টোবর শনিবার সকাল থেকে সোনাগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জরো হয়ে মোগড়াপাড়া থেকে একযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
সকাল সাড়ে ১০ টায় ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশস্থলে যাওয়ার আগে মৎস ভবনের সামনে সমবেত হয়। এরপর নেতাকর্মীদের হাতে রং বেরঙের ব্যানার, ফেষ্টুন ও গায়ে হলুদ রঙের টি-শাট ও টুপি শোভা পাচ্ছিলো। এছাড়াও হাজার হাজার মহিলা কর্মীদের গাঁয়ে পড়নে ছিলো লাঙ্গল প্রতীকের হলুদ রঙের শাড়ি।
এ সময় বিশাল শোডাউনটি রাজধানীবাসীর নজর কাড়ে। ওই সময় সমাবেশস্থলে আসা কয়েকজন নেতাকর্মীরা মিছিলটি দেখে বেশ প্রশংসা করে বলে পল্লী বন্ধুর হলদে পাখির শোডাউন। ওই দেখ হলদে পাখিরা আসছে ! সমাবেশস্থলের আশেপাশে ও সড়কে শুধু হলুদের সমরহ চোখে পড়ে। সকলেই স্বত:স্ফুর্তভাবে মিছিল নিয়ে মহাসমাবেশস্থলে গিয়ে যোগদান করে।
জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বিশাল গাড়ির বহর নিয়ে এমপি খোকা মৎস্য ভবন এলাকা থেকে বেলা ১১টার দিকে হাজার হাজার নেতাকর্মীর বিশাল শোডাউন নিয়ে তিনি মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
এমপি খোকার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাসুদুর রহমান মাসুম, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ চেয়ারম্যান, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, সাধারণ সম্পাদক লিংকন শিকদার, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য দাইয়ান মেম্বার, হাজী আনোয়ার হোসেন, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আবুল হাশেম, সদস্য সচিব নূর হোসেন মেম্বার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক শাহ মোহাম্মদ হানিফ চেয়ারম্যান, সদস্য সচিব আলীজান মেম্বার, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা, বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী মেম্বার, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম মেম্বার, উপজেলা জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী মেম্বার, উপজেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আলী আকবর চেয়ারম্যান, এনামুল হক এনাম, আব্দুল হামিদ মেম্বার, আমির আলী মেম্বার, জাকির মেম্বার, মাইনুদ্দিন মেম্বার, আবু হারেস মাষ্টার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ইমরান ভূঁইয়া, মাসুম ভূঁইয়া, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি নেতা শিব্বির আহমেদ, শাহীন মোল্লা, আনোয়ার হোসেন মেম্বার, নেহাল উদ্দিন মেম্বার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা ফিরোজ মেম্বার, কাঁচপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, উপজেলা জাতীয় মহিলা পার্টির নেত্রী জাহানারা আক্তার, মাহমুদা ইসলাম ফেন্সী, জাহেদা আক্তার মনি, নিলুফা আক্তার ময়না, সুরাইয়া আক্তার, জরিনা আক্তার, মোরশেদা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা জাবেদ রায়হান, মাইনুল ইসলাম মামুন, উপজেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু, রাজিব, আপন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক সেকান্দার আলীসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।