রাজউকের ভূমি বিক্রয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শনিবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাজউকের ভূমি বিক্রির প্রতিবাদে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত শহরের বালুর মাঠ (পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে) বঙ্গবন্ধু রোডে বিক্রিতভূমি পুনরুদ্ধার এবং জনস্বার্থবিরোধী এই লুটপাট প্রক্রিয়ার সাথে জড়িত মন্ত্রী, এমপি ও রাজউকের অসাধুকর্মকর্তার নাম প্রকাশ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠত হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু এ তথ্য জানান। জনস্বার্থে ব্যবহারের জন্য ১৯৫৮ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত রাজউক নারায়ণগঞ্জ শহরের ২৪.১৮ একর ভূমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত ভূমিতে রাজউক ৬টি ডিআইটি বিপনী বিতান এবং চাষাঢ়া, খানপুর ও বঙ্গবন্ধু রোডের পাশে ১৭৫টি প্লট তৈরি করে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন অনুযায়ী, যে উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে সে উদ্দেশ্যে তা ব্যবহৃত না হলে সে ভূমি কোনভাবে বিক্রয়, লিজ, এওয়াজ-বদল বা অন্য কোনভাবে হস্তান্তর করা যাবে না। অথচ আমরা দেখছি রাজউকসহ সরকারি বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান অধিগ্রহণকৃতভূমি আইন বহির্ভূতভাবে স্থানীয় ভূমিদস্যুদের সাথে আঁতাঁত করে বিক্রয় করে যাচ্ছে।

রাজউক ২০১৭ সালে নারায়ণগঞ্জে ভূমি-সিন্ডিকেটের সাথে জড়িত খালেদ হায়দার খান কাজলের কাছে বালুর মাঠের ১৩ কাঠা ভূমি ও নুপুর কুমার ভৌমিকের কাছে ৫৬.৬৯ শতাংশ ভূমি বিক্রি করে দেয়।

 

add-content

আরও খবর

পঠিত