রং মিস্ত্রি পেশার আড়ালে ইয়াবা ক্রয়-বিক্রয়, সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে মো. আমান হোসেন (৩২) নামে এক যুবককে  গ্রেফতার করেছে র‌্যাব-১১। ৯ই মঙ্গলবার ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ৪০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামী মো. আমান হোসেন সোনারগাঁ থানাধীন নুনেরটেক চর কমলাপুর এলাকার মৃত মহর আলীর ছেলে বলে জানা যায়।

১০ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামী মো. আমান হোসেন পেশায় একজন রং মিস্ত্রি। দীর্ঘদিন যাবৎ রং মিস্ত্রি পেশার আড়ালে সে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকতা আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সে কক্সবাজার হতে অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত