যৌতুকের দাবিতে গৃহবধূকে বন্দি, অবশেষে উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : যৌতুকের দাবিতে মুন্নি বেগম (৩০) নামে এক গৃহবধূকে তার পাষন্ড স্বামী টানা তিন দিন গৃহবন্দি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। টানা তিনদিনই তার উপড় বর্বরতা ও নির্যাতন চালিয়েছে তার স্বামী।

খবর পেয়ে ১৯মার্চ সোমবার সকালে রূপগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করেছে। উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা। গৃহবধূ মুন্নি বেগম কুমিল্লা জেলার লাকসাম থানার নওয়া এলাকার আরব রহমানের মেয়ে। বর্তমানে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক এলাকায় বসবাস করে আসছে।

নির্যাতিত গৃহবধূ মুন্নি বেগম জানান, গত ১২ বছর আগে উপজেলার চারিতাল্লুক এলাকার হাসেন আলীর ছেলে আলী আকবরের সঙ্গে মুন্নি বেগমের বিয়ে হয়। তাদের সংসারে আসিফ,আকিব ও সাথী নামে তিন সন্তান রয়েছে। সম্প্রতি স্বামী আলী আকবর গৃহবধূ মুন্নি বেগমকে তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে চাপ প্রয়োগ করে আসছে।

গত শুক্রবার দেবর দেলোয়ার ও দেলোয়ারের স্ত্রী মর্জিনা বেগম ও  স্বামী গৃহবধূ মুন্নি বেগমকে ২ লাখ টাকা এনে দিতে বলে। মুন্নি বেগম টাকা এনে দিতে পারবে না বলে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত স্বামী আলী আকবর মুন্নি বেগমকে টানা তিনদিন ঘরে গৃহবন্দি করে রাখে।

খবর পেয়ে মুন্নি বেগমের বাবা আরব রহমান তার মেয়েকে উদ্ধার করতে যায়। এসময় তার উপড়ও চড়া হয় মেয়ের জামাতা। পরে পুলিশের সহযোগীতা নিয়ে সোমবার সকালে মুন্নি বেগমকে উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। তার স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

add-content

আরও খবর

পঠিত