নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : যৌতুক না পেয়ে স্ত্রী কে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে পাষন্ড স্বামীর বিপ্লবের বিরুদ্ধে। সে নরসিংদীর মধাবদী থানার নোয়াপাড়ার হালিম মোল্লার ছেলে। এছাড়াও স্ত্রী কে হেনস্তা করতে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত হয়েছে সে। এব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগও দায়ের করেছে ভুক্তভোগী স্ত্রী নিপা।
পাষন্ড স্বামীর অত্যাচারে অতিষ্ট, এমন অভিযোগ করে তিনি বলেন, আশরাফুল হক বিপ্লব বর্তমানে বেকার সময় কাটাচ্ছে। তাই লালসায় যৌতুকের টাকা চেয়ে বিভিন্নসময় হুমকী দেয়। এছাড়াও সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে নিয়ে একের পর এক মিথ্যা ও বানোয়াট কুরুচির্পূণ সংবাদ প্রচার করাচ্ছে। যেখানে আমার ছবিও ব্যবহার করা হচ্ছে। অথচ ওইসব তথ্য কাল্পনিক তাই কোন প্রামানিক দলিলও দেখাতে পারবেনা। আমি খারাপ মেয়েদের মত হলে বিপ্লবকে পূনরায় বিয়ে করতাম না। অন্যকেউ হয়তো আমার জীবন সঙ্গী হত।
তার অভিযোগে জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর আশরাফুল হক বিপ্লব এর সহিত ইসলামী মোতাবেক বিবাহ হয় নিপার। বিবাহের কিছুদিন ভালোভাবে ঘর সংসার করার পর শ্বশুড় হালিম মোল্লা ও শাশুড়ি ঝুনু বেগম এর প্ররোচনায় স্বামী আশরাফুল হক বিপ্লব প্রায় সময়ই বিভিন্ন অজুহাতের মাধ্যমে ৩লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দেয়। এত টাকা কোথা থেকে এনে দিব বললে মারপিট করতো, ভরন পোষণ না দিয়ে অমানুষিক নির্যাতন করত। আমি মান-সম্মানের কথা চিন্তা করে বিবাদীর সকল অত্যাচার মুখ বুঝে সহ্য করে বহুকষ্টে ঘর সংসার করে আসছি। এরপর্যায়ে শ্বশুড় হালিম মোল্লা ও শাশুড়ি ঝুনু বেগম এর সহায়তায় স্বামী আশরাফুল হক বিপ্লব আমাকে ডিবোর্স প্রদান করে।
এরপর থেকে উপজেলার বরপা বাগানবাড়ি এলাকাস্থ আমি আমার পিতার বাড়িতে বসবাস করে আসছি। অত:পর আশরাফুল হক বিপ্লব ভুল বুঝতে পেরে তার অভিভাবক ও আত্মীয় স্বজনরে নিয়ে এবছরের ৩ নভেম্বর আবারো স্বেচ্ছায় আমাকে ২য় বিয়ে করার প্রস্তাব দেয়। যেহেতু আমি মুসলিম এবং তাকে স্বামী হিসেবে কবুল করেছি অন্যত্রে বিবাহ করেনি। সে ভুল বুঝতে পেরেছে বিধায় তার এ প্রস্তাবে রাজি হই। এরপর স্বামীকে নিয়ে আমার পিতার বরপা এলাকায় বসবাস করে আসছি।
হঠাৎ কিছু দিন ধরে আমার শ্বশুড় ও শাশুড়ির সহায়তায় স্বামী বিপ্লব পূনরায় ৩লক্ষ টাকা যৌতুক দাবি করে আমাকে নানা ভাবে অত্যাচার করে আসছে। পরে ১৩ নভেম্বর বিকাল ৪টায় শ্বশুড়-শাশুড়ি আমার পিতার বাড়ি বেড়াতে আসে। বেড়ানো চলাকালীন ১৪ নভেম্বর সকাল ৯টায় আমার কাছে দাবিকৃত ৩লক্ষ টাকা যৌতুক দাবি করে। পরে আমি এতো টাকা কোথা থেকে এনে দিবো বললে স্বামী আশরাফুল হক বিপ্লব উত্তেজিত হয়ে আমাকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
এসময় আমাকে স্বামী বিপ্লব শ্বাসরোধে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে লাঠি দিয়ে আমার নাকে, মুখে আঘাত করে মারাত্মক জখম করে। সাথে আমার শ্বশুড়-শাশুড়ি কাঠের পিড়া দিয়ে আমার সমস্ত শরীরে পিটিয়ে মারাত্মক জখম করে। এক সপ্তাহের মধ্যে দাবিকৃত যৌতুকের টাকা পরিশোধ না করলে আমাকে সংসারে নিবে না বলে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পরে আমার মা সহ আশেপাশের লোকজন জখমপ্রাপ্ত আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।