নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আনিসুর রহমান শ্যামল ওরফে চাচা শ্যামল ও খোকনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অটো রিক্সা মালিকদের কয়েকজন । এছাড়াও আরও কয়েকজনকে আসামী করে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ফতুল্লা থানায় এ অভিযোগ দেয়া হয়।
অটো রিক্সা মালিকদের পক্ষে সহিদুল, মীর ইকবাল, বাবুল মিয়াসহ ১২ জন অটো রিক্সা মালিক দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, কাশিপুর খিলমার্কেট এলাকার শ্যামল, মৃত তারা মিয়ার পুত্র খোকন, শাহীন, কবির, পঞ্চবটি এলাকার মৃত মোহাম্মদে আলীর পুত্র হুমায়ুন, ভোলাইল এলাকার মো. মুক্তার, উত্তর মাসদাইর এলাকার সোহাগ সহ আরো কয়েকজন জোর পূর্বক ফতুল্লা থানাধীন অটো রিক্সা মালিক ও চালক কল্যান সমবায় সমিতির নামে প্লেট ছাপাইয়া প্লেট প্রতি ৫০০ টাকা করে সকল মালিকদের দিতে বলে এবং প্রতিমাসে ৩০০ টাকা চাঁদা দাবী করে।
উল্লেখিত চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করাসহ রিক্সার গদি ও সীট জোর পূর্বক রেখে দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান ভুক্তভোগীরা ।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন ও ইন্সপেক্টর অপারেশন মুজিবুর রহমান বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে । তা তদন্ত করছে দারোগা আবেদ হোসন । তদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনা।