নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর সংবাদ দাতা) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা করার পর যখন আমাদের বাঙ্গালীরা নেতৃত্ব শুন্য হলো তখন আপনাদের দোয়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা আজও বেঁচে আছে। তাদের নেতৃত্বে এখনও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি হয়েছে। এবং আগামী ৪১ সাল পর্যন্ত যে রুপ লেখা দিয়েছে আমরা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগের অঙ্গসংগঠন সহ বাংলার জনগনকে নিয়ে বঙ্গবন্ধুর শোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তাবায়ন করবো। শনিবার ২১ আগন্ট বন্দর খেয়াঘাট সংলগ্ন এলাকায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের সাবেক এমপি হোসেনে আরা বাবলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা। এহসানুল হাসান নিপু বলেন, যারা বাংলাদেশ চায়নি এবং বাংলাদেশকে পিছনে টানতে চায় আমরা বাঙ্গালী জাতিকে অনুরোধ করবো আসুন আমরা দেশের উন্নয়নের জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি কারণ বাংলাদেশকে যে জন্ম দিয়েছেন তারই কন্যা দেশের হাল ধরেছেন। অবশ্যই একদিন বিশ্বের মানচিত্রে উন্নত রাষ্ট্রে পরিনত হবে জাতির জনকের নেতৃত্বে। যিনি বাংলাদেশকে জন্মদিয়েছেন তার সন্তানেরা অবশ্যই দেশকে এগিয়ে নিয়ে যাবে। যুবলীগ, ছাত্রলীগ ও খান মাসুদের নেতৃত্বে আমরাও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি দিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের আহ্বায়ক মো. মাসুম আহমেদ, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান আরিফ, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটি সভাপতি মোজাম্মেল হক, বন্দর থানা যুবলীগ নেতা লুৎফর রহমাহ, ডালিম হায়দার, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সদস্য রাজু আহমেদ, আকিব হাসান রাজু, যুবলীগ নেতা সামছুল হক, উজ্জল হোসাইন, মোহাম্মদ হোসেন, আরিফুল ইসলাম হিরা, সায়মন খান, আরিফুল ইসলাম অপু। অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, লাওন ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি ও বিশ্ব বন্ধু ব্লাড ডোনেশন ক্লাব।