যারা জোয়ারের পানিতে আসে তাদের থেকে দূরে থাকুন : শুক্কুর মাহামুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় শ্রমীক লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসন মনোনয়ন প্রত্যাশী শুক্কুর মাহামুদ বলেছেন, প্রধানমন্ত্রী র্দূদিনে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলো, আগামীতেও থাকবে। তাই দুর্দিনে যারা থাকবে তাদের সাথে থাকবেন। আর যারা জোয়ারের পানির সাথে আসে, আবার জোয়ারের পানির সাথে চলে যায় তাদের থেকে দূরে থাকুন। তাই আগামী নির্বাচনে নারায়ণগঞ্জে ৫টি আসনে আপনি যাকেই মনোনয়ন দিবেন, আমরা তার পক্ষেই কাজ করবো।

বুধবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ১নং রেলস্টেশন সংলগ্নে নারায়ণগঞ্জ জেলা, মহানগর, যুব, মহিলা ও উপজেলা শ্রমিকলীগের আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের কালির বাজার, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল, সেন্ট্রাল খেয়াঘাট, কেন্দ্রীয় বাস টার্মিনাল ও দ্বিগুবাবুর বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এসময় সকলের কাছে নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিভিন্ন উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, আজকে নারায়ণগঞ্জের ৫টি আসনে যদি নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। তাই আমরা চাই নারায়ণগঞ্জের ৫টি আসন নৌকা দেয়া হোক। আওয়ামীলীগ যখন ক্ষমতায় থাকে জনগণ ভোগ করে, কিছু পায় কিন্তু যখন ক্ষমতায় থাকে না তখন রাষ্ট্রকে কিভাবে বিক্রি করবে সেই পায়তারা করে। আদমজি পাটকল বিক্রি করে দিয়েছে, বন্দরের দুইপাশের বিভিন্ন কারখানা লুটপাট করে খেয়েছে তারেক জিয়া। বিএনপি এ কাজগুলো সঠিকভাবে করেছে।

জেলা শ্রমিকলীগের সহসভাপতি ও বিআইডব্লিউটিএ সিবিএ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিমউদ্দিন আহাম্মেদ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহমেদ বাবুল, সহসভাপতি এস এম মনজুর আহমেদ, মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অগ্রনী ব্যাংক সিবিএ এর নেতা মজিবুর রহমান, ঘাট শ্রমিকলীগের মো. শাহআলম, ডিপিডিসির স্বপন রেজা, সোনালী ব্যাংক সিবিএ’র মো. আসলাম, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ নৌযান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার, সাংগঠনিক সম্পাদক ও বিআইডব্লিউটিসি এর জাকির হোসেন চুন্নু মাস্টার, দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান, মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন সুজন, সহসভাপতি আলমগীর কবির বকুল, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসিনা রহমান সুমি, সুমাইয়া বেগম সুমি, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি ওবায়দুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মটরযান শ্রমিক ইউনিয়নের নেতা আনোয়ার হোসেন খোকন, মুক্ত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বিপু, বাংলাদেশ নৌযান শ্রমিক ইউনিয়নের সরদার আলমগীর মাষ্টার, কবির হোসেন, আক্তার হোসেন, নাননু মিয়া প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত