নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর চরম যানজট পরিস্থিতি নিরসনে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে জরুরি নির্দেশনা প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সোমবার (২৬ মে) নারায়ণগঞ্জের পুলিশ সুপার বরাবর পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে গিয়াসউদ্দিন উল্লেখ করেন, “নারায়ণগঞ্জে দেশের ৬৩ জেলার মানুষ বসবাস করছেন। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগের কারণে বসতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ফলে বৈধ যানবাহনের পাশাপাশি অবৈধ ও অনুমোদনহীন যানবাহনের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে, যা শহরের ট্রাফিক ব্যবস্থাকে চরমভাবে ব্যাহত করছে।”
তিনি আরও বলেন, এসব যানবাহনের অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত চলাচলের ফলে শহর থেকে শহরতলী পর্যন্ত প্রতিদিনই ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
চিঠিতে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে বিআরটিএর সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান গিয়াসউদ্দিন। তিনি বলেন, লাখো মানুষের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
চিঠির অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এবং বিআরটিএ’র নারায়ণগঞ্জ সহকারী পরিচালক বরাবরও পাঠানো হয়েছে।