নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : নগরীতে যানজটের আজ ছুটিরে ভাই, যানজটেরই ছুটি। ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনে শহরে ছিলো না সেই চির চেনা যানজট, দেখা মেলেনি পিঁপড়ের সারির মতো গাড়ির পর গাড়ি। রাস্তায় হঠাৎ হঠাৎ কয়েকটা বাস, অটোরিকশা, সিএনজিসহ বিভিন্ন যানবাহন শোঁ শোঁ করে দ্রুত গতি নিয়ে যে যার গন্তব্যে ছুটে চলেছে। তবে সময় বাড়ার সাথে সাথে শহরের রাস্তায় অন্যদিনের তুলনায় সকাল থেকে বিকাল পর্যন্ত আজ উল্লেখযোগ্যভাবে যানজট দেখা মিলে নেই।
তাছাড়া নারায়ণগঞ্জে দিনে শুধুমাত্র প্রয়োজনে বের হওয়া লোকদেরই রিকশা ও অন্যান্য গণপরিবহনে চড়তে দেখা গেছে। তবে অফিস-আদালত, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য হারে কম দেখা গেছে। এদিকে নারায়ণগঞ্জ টু কমলাপুর রেল স্টেশনে যাতায়াতকারী যাত্রীবাহি ট্রেনে মানুষের উপস্থিতির সংখ্যা তুলনামূলক কিছুটা ভিড়ই ছিলো।এর আগে সকালে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে র্যালী, আলোচনা, সভা ও সমাবেশও করতে দেখা গেছে। তবে সরকারি ছুটির দিন থাকায় মার্কেট ও শপিংমলগুলো বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের কিছু কিছু মালিক লাভের আসায় দোকান প্রতিষ্ঠানের সাটার খুলে কর্মচারী কিংবা দোকানের স্টাফ দিয়ে ব্যবসা পরিচালনা করতে দেখা যায়।
এদিকে, সারা বিশ্বে মহামারি করোনার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর র্দীঘ দুই বছর পর আবার বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীরা সেই চির চেনা রুপে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্বশরীরে পাঠদান করতে পারছে এবং প্রাণ ফিরে পেল সেই শিক্ষা প্রতিষ্ঠান।