নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রী সেজে আনোয়ার হোসেন (৪০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ১৬ই জুন বুধবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লা বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকার আবুল হাশেম মজুমদারের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা এলাকায় বসবাস করতেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক জানান, রাত রাত ১২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০/২৫ বছরের দুই জন ছেলে আনোয়ারের ইজিবাইক ভাড়া করে তক্কার মাঠের দিকে যায়। কিছুক্ষণ পরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন হান্নান। নিহতের গলায় বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীরা যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।
এসআই আরো জানান, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলের একটি নম্বরে ফোন করলে তার নাম-পরিচয় জানা যায়। এরপরও এ নাম ঠিকানা সঠিক কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে এবং তিনি ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালান সে বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। আশা করি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা হবে তিনি জানান।